All for Joomla All for Webmasters
+88 09613505050 (8:30 a.m - 6:00 p.m)

ফ্যাক্টরি ডে ২০২১ উদযাপন করল ফেয়ার ইলেকট্রনিক্স

ফ্যাক্টরি ডে ২০২১ উদযাপন করল ফেয়ার ইলেকট্রনিক্স

Posted by Fair Group | March 13, 2021 | Corporate News
Factory Day

রবিবার, ১৩ মার্চ ২০২১, নরসিংদী: ফেয়ার গ্রুপ পরিচালিকা মরহুমা নাবিহা রাইদার ২১তম জন্মদিন উপলক্ষে ফেয়ার ইলেকট্রনিক্সের কারখানায় পালন করা হয় ‘ফ্যাক্টরি ডে’। ফেয়ার ইলেকট্রনিক্সের সকল কর্মকর্তা, কর্মচারী এবং ফ্যাক্টরির কর্মীরা সবাই একসাথে দিনটি উদযাপন করেন এবং মহুমার আত্নার মাগফিরাত কামনা করেন।

ফেয়ার গ্রুপের পরিচালিকা ডাক্তার রাজিনা খাতুন বিভিন্ন রঙের বেলুন উড়িয়ে উৎসব মুখর পরিবেশে উদ্ভোধন করেন ‘ফ্যাক্টরি ডে’। ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব, পরিচালক মুতাসিম দাইয়ান, ফেয়ার গ্র্রুপের উপদেষ্ঠা মেজর জেনারেল হামিদ আর. চৌধুরী, আরসিডিএস, পিএসসি (অব.), চীফ ফিনানসিয়াল অফিসার কাজী নাসির উদ্দিন, পরিচালক অ্যাডমিন লেঃ কর্নেল নূর মোহাম্মদ সিকদার (অব), ফেয়ার ইলেক্ট্রনিক্স পরিচালক অপারেশনস ফিরোজ মোহাম্মদ, ফেয়ার গ্ৰুপের হেড অফ মার্কেটিং জে. এম. তসলিম কবীর, মানবসম্পদ প্রধান আশিক আল মামুন, অডিট বিভাগের প্রধান রায়ান রহমান সহ সম্মানিত উচ্চপদস্থ কর্মকর্তা, কর্মচারী, কারখানার প্রকৌশলী, কর্মকর্তা এবং কর্মীরা উপস্থিত ছিলেন।

এই অনুষ্ঠানে ফেয়ার ইলেক্ট্রনিক্স এর প্রশংসা করে স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হয়্যানসাং উ বলেন ,“ফেয়ার ইলেক্ট্রনিক্স এবং স্যামসাংয়ের মধ্যে খুব শক্তিশালী অংশীদারিত্ব সম্পর্ক রয়েছে যা দিনে দিনে আরও শক্তিশালী হচ্ছে। আপনাদের আন্তরিকতা এবং প্রচেষ্টার জন্য ধন্যবাদ। স্যামসাং বাংলাদেশে বিপুল অগ্রগতি করেছে এবং আগামী দিন গুলোতে এভাবে অগ্রসৱ হতে থাকবে। আপনারা স্যামসাং বাংলাদেশ এর মুল পরিচালনা শক্তি। আমি এখানে স্যামসাং ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ জানাই। এছাড়াও আমি আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই ফেয়ার ইলেক্ট্রোনিক্সের চেয়ারম্যান জনাব রুহুল আলম আল মাহবুবকে কর্মচারীদের জন্য এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য। আপনাদের কঠোর পরিশ্রমের জন্য আজকে এই দিনটি উদযাপিত হচ্ছে। আসুন আজ আমাদের আনন্দকে প্রেরণায় পরিণত করি আগামীর কঠোর পরিশ্রমের জন্য। আজ আপনাদের আনন্দের দিন, সবাই মিলে উপভোগ করুন দিনটি, আপনাদের আন্তরিক ধন্যবাদ। ‘’

এই অনুষ্ঠানে ফেয়ার গ্রুপের চেয়ারম্যান জনাব রুহুল আলম আল মাহবুব বলেছেন, “আমরা যেমন আমাদের কারখানা প্রতিষ্ঠা করেছি নরসিংদীতে, আমাদের কারখানার কর্মচারীর জীবনযাত্রার উন্নতির জন্য কাজ করা আমাদের সামাজিক দায়িত্ব এবং এজন্য আমরা এই ফ্যাক্টরি ডে-এর আয়োজন করেছি। সামাজিক দায়বদ্ধতা হিসাবে আমরা ১০ লক্ষ গাছ লাগানোর লক্ষ্য নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছি, যেখানে স্যামসাং বাংলাদেশ তাদের কর্পোরেট সোশ্যাল রেস্পন্সিবিলিটি হিসাবে অংশগ্রহণ করেছে। ভবিষ্যতে আমরা আরও বড় পরিসরে এ ধরনের অনুষ্ঠান আয়োজনে ব্যবস্থা ও নানা কর্মসূচি চালিয়ে যাব।

কারখানার প্রাঙ্গনে কারখানা কর্মীদের জন্য মিউজিক্যাল চেয়ার, শুটিং, রিং নিক্ষেপ ইত্যাদির মতো প্রচুর খেলাধুলার আয়োজন করা হয়। এছাড়াও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যেখানে কন্ঠশিল্পী রাজিবসহ প্রতিষ্ঠিত শিল্পীরা গান পরিবেশন করেন। পরবর্তীতে বিশেষ আকর্ষণ হিসেবে ডিজে মেহেদি তার অসাধারণ পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানস্থলের সকলকে মাতিয়ে রাখেন। এছাড়াও কারখানা কমীদের জন্য রাফেল ড্র ইভেন্ট অনুষ্ঠিত হয় যেখানে ৫০ টিরও বেশি কনজুম্যার ইলেকট্রনিক্স এবং স্মল এ্যাপ্লায়েন্স পন্য কারখানার কর্মচারী এবং কর্মীদের পুরস্কৃত করা হয় । সবার জন্য ব্যবস্থা করা হয় মেজবানের সাথে বিভিন্ন ধরনের খাবার।

News link given below – ফেয়ার ইলেক্ট্রনিক্সের ‘ফ্যাক্টরি ডে’ উদযাপন

Related Blogs

Hyundai 39th Korean Cup Golf Tournament 2023
Posted by ferdous_007 | March 3, 2023
Chief of Army Staff and president of Kurmitola Golf Club (KGC) General S M Shafiuddin Ahmed, SBP (BAR), OSP, ndu, psc, PhD has officially inaugurated the three-day ‘Hyundai 39th Korean...
receives President's award for Industrial Development
Posted by ferdous_007 | January 5, 2023
Fair Electronics Limited has been awarded with the President’s Industrial Development Award. Director of Fair Group Mutassim Daiaan received the award from Industries Minister Nurul Majid Mahmud Humayun MP at...
Motor show
Posted by ferdous_007 | June 23, 2022
The Hyundai Pavilion has become the main attraction for the visitors on the opening day of the 3 days motor show (23-25 June 2022) held at ICCB in the capital...