+88 09613505050 (8:30 a.m - 6:00 p.m)

ফেয়ার ইলেকট্রনিক্স জাতীয় পর্যায়ে উৎপাদন শ্রেণীতে সেরা ভ্যাটদাতা পুরষ্কৃত

শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০: ১০ ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে উৎপাদন শ্রেণীতে ২০১৮-২০১৯ অর্থবছরে সেরা ভ্যাট প্রদানকারী হিসেবে পুরষ্কৃত হয়েছে ফেয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড। ফেয়ার ইলেকট্রনিক্স স্যামসাং মোবাইল ফোন, ফ্রিজ, টেলিভিশন, এয়ার কন্ডিশনার এবং মাইক্রোওয়েভ ওভেন-এর প্রস্তুতকারক ও বিপননকারী।

জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জনাব আবু হেনা মোঃ রহমাতুল মুনিম-এর কাছ থেকে ফেয়ার গ্রুপের চেয়ারম্যান জনাব, রুহুল আলম আল মাহবুব ভ্যাট সম্মাননা সনদ ও ক্রেষ্ট গ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে এফবিসিসিআই এর প্রেসিডেন্ট জনাব শেখ ফজলে ফাহিম ও জাতীয় রাজস্ব বোর্ডের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেয়ার গ্রুপের চেয়ারম্যান মিঃ রুহুল আলম আল মাহবুব বলেন, “এনবিআর-এর এই সম্মাননায় আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত বোধ করছি যা আমাদের উত্তরোত্তর উন্নতির জন্য অনুপ্রেরণা যোগাবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ সরকারের সকল নিয়মনীতি মেনে ব্যবসা পরিচালনা করে কর্মসংস্থান বৃদ্ধি, প্রযুক্তিগত জ্ঞান হস্তান্তর ও বাংলাদেশকে ভবিষ্যতে প্রযুক্তিপণ্যের রপ্তানিকারক দেশে রূপান্তরিত করার লক্ষ্যে ফেয়ার গ্রুপ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ফেয়ার গ্রুপ প্রযুক্তি শিল্পে বাংলাদেশে নেতৃত্ব দিতে বদ্ধপরিকর। সম্মানিত এনবিআর চেয়ারম্যান ও সকল সরকারি কর্মকর্তাকে আন্তরিক ধন্যবাদ তাদের সর্বাত্মক সহযোগীতার জন্য।”

যেসব প্রতিষ্ঠানের ইলেকট্রনিক ব্যবসায় শনাক্তকরণ নম্বর (ইবিআইএন) আছে, ভোক্তাকে নিয়মিত ভ্যাট রসিদ দেন, নিয়মিত ভ্যাট আদায় করে সরকারি কোষাগারে জমা দেয় এমন প্রতিষ্ঠানসমূহকে জাতীয় ও জেলা পর্যায়ে এই সম্মাননা দেওয়ার জন্য বিবেচনা করা হয়। ফেয়ার ইলেকট্রনিক্স জাতীয় পর্যায়ে উৎপাদন ক্যাটাগরিতে অন্য দুই প্রতিষ্ঠানসহ জাতীয় ও জেলা পর্যায়ে পুরুস্কারপ্রাপ্ত অন্যান্য সকল প্রতিষ্ঠানকে তাদের এই সম্মাননা প্রাপ্তিতে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছে।

VAT Award 2020

VAT Award 2020

সেরা ভ্যাটদাতার পুরস্কার পেল ফেয়ার ইলেকট্রনিক্স

Related Blogs

FTL Factory Korea Ambassador
Fair Distribution achieved National Productivity